জাতীয়

নভেম্বরে আসছে ইইউ পর্যবেক্ষক দল

নিজস্ব  প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া ও পরিবেশ দেখতে নভেম্বরের শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। ইইউ’র রাষ্ট্রদূত রেনজি টেরেংকে এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া ও পরিবেশ দেখতে নভেম্বরের শেষ সপ্তাহে ইইউ’র দুইজন প্রতিনিধি বাংলাদেশে আসবেন। তারা কয়েক সপ্তাহ এখানে অবস্থান করবেন। তিনি আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কোনো সহযোগিতার দরকার হলে তা করবে জন্য ইইউ। এর আগে বেলা ১১টার দিকে ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক করে।  

       

রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/হাসিবুল/ইভা