জাতীয়

দুটি বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : দুটি বিধান সংযোজন করে নতুন আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৩৭তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান। আচরণবিধিতে যে দুটি বিষয় সংযোজন করা হয়েছে তা হলো- নির্বাচনী প্রচারণায় জীবিত প্রাণি ব্যবহার করা যাবে না। বন্য প্রাণী সংরক্ষণ আইন ও পরিবেশবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিধান সংযোজন করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে, তবে কাপড়ে লিখে প্রচার চালানো যাবে না। ইসি সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার দিন-ক্ষণ জানানো হবে। রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/হাসিবুল/রফিক