জাতীয়

সৌদি সফর দু’দেশের সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

রাইজিংবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। সোমবার বিকাল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের কথা তুলে ধরেন। উল্লেখ করেন অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের কথাও। তিনি বলেন, ‘সৌদি বাদশাহকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অদূর ভবিষ্যতে তিনি বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।’ সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিক, মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত ১৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে রিয়াদ যান প্রধানমন্ত্রী। ১৯ অক্টোবর দিবাগত রাতে তিনি দেশে ফেরেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/সাইফ