জাতীয়

যাত্রবাড়ীতে দুর্ঘটনায় আহত জুয়েলও মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রান্সসিলভা নামের দুটি বাসের চাপায় আহত জুয়েল  (৩০)  মারা গেছেন। সোমবার বিকেল ৫টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। জুয়েলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ঢাকায় চলাচলকারী একটি গণপরিবহনের চালক বলে জানা গেছে। সোমবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় সেলিম মিয়া (২২) ও জুয়েল (৩০) আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন। তখন জুয়েলের অবস্থা শঙ্কটাপন্ন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন সেলিম ও জুয়েল। এ সময় তাদেরকে ট্রান্সসিলভা বাস চাপা দেয়। এ ঘটনায় ট্রান্সসিলভা পরিবহনের দুটি বাস জব্দ ও চালকের আসনে বসা একজনকে আটক করা হয়েছে বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী। তিনি বলেন, আটককৃত ব্যক্তি বাসের হেলপার। তার ড্রাইভিং লাইসেন্স নেই। তবে ঘটনার সময় সে চালকের আসনে বসা ছিল। রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/নূর/রফিক