জাতীয়

কবি শামসুর রাহমানের জন্মদিনে গুগলের ডুডল

নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি শামসুর রাহমানের আজ ৯০তম জন্মদিন। এই বিশেষ দিনে তাকে স্মরণ করছে গুগল। আজ গুগলে ঢুকলেই দেখতে পাবেন কলম হাতে পরিচিত ভঙ্গিতে বসে আছেন প্রিয় কবি শামসুর রাহমান। ডুডলের কবি পরিচিতি শুরু হয়েছে তার বিখ্যাত ‘স্বাধীনতা তুমি’ কবিতার তিনটি লাইন দিয়ে। “A garden room, the koel-bird's song The old banyan tree's gleaming leaves My notebook of poems written just as I please." (বাগানের ঘর, কোকিলের গান/বয়েসী বটের ঝিলিমিলি পাতা/যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।) শামসুর রাহমানকে একজন কবি, সাংবাদিক, কলামিস্ট এবং মানবাধিকার ও গণতন্ত্রের সমর্থক হিসেবে উল্লেখ করেছে ডুডল। কবির জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর, ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে নিয়ে পড়াশোনা করেন। যোগ দিয়েছিলেন প্রগতিশীল লেখক ও শিল্পীদের সংগঠনে। তিনি মধুর কেন্টিনে বসে অনেক কবিতা লিখেছিলেন। তৎকালীন পাকিস্তানি শাসকদের সরকারি ভাষা থেকে বাংলাকে বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তাতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন শামসুর রাহমান। ১৯৫৩ সালে অনার্স করার পর তিনি রেডিও পাকিস্তানে যোগ দেন। পাশপাশি ‘দৈনিক বাংলা’ পত্রিকাতেও কাজ করতে শুরু করেন। তবে কবিতাই ছিল তার ধ্যানজ্ঞান। সবমিলিয়ে শামসুর রহমানের ৬০টির বেশি কবিতার বই রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ওপর লেখা ‘স্বাধীনতা তুমি’ তার অন্যতম জনপ্রিয় কবিতা। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতাসহ আরো নানা পুরস্কার পেয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/হাসান/ইভা