জাতীয়

পাঠদানের অনুমতি পাচ্ছে আরো ১৯ প্রতিষ্ঠান

সচিবালয় প্রতিবেদক : পাঠদানের অনুমতি দিতে আরও ১৯ প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে হালনাগাদ তথ্যসহ পরিদর্শন প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ১০ প্রতিষ্ঠানের, মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ৭ প্রতিষ্ঠানের এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ২ প্রতিষ্ঠানের তথ্য ও পরিদর্শন প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/হাসান/শাহনেওয়াজ