জাতীয়

১৮৬২৪০ জন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন

সংসদ প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বর্তমানে সারা দেশে ১ লাখ ৮৬ হাজার ২৪০ জন মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া, বছরে দুটি মূল ভাতার সমপরিমাণ ১০ হাজার হারে উৎসব ভাতা দেওয়া হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য  ছলিম উদ্দীন তরফদারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছর থেকে সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক মূল ভাতার ২০ শতাংশ হিসেবে অর্থাৎ জনপ্রতি ২ হাজার টাকা হারে বাংলা নববর্ষ ভাতা এবং জীবিত মুক্তিযোদ্ধাদের জনপ্রতি ৫ হাজার টাকা করে বিজয় দিবস ভাতা হিসেবে দুটি বিশেষ ভাতা দেওয়া হচ্ছে। মনিরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় সারা দেশে ২ হাজার ৯৬১টি বাসস্থান নির্মাণ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/আসাদ/রফিক