জাতীয়

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিল পাস

সংসদ প্রতিবেদক : বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিল-২০১৮ পাস হয়েছে। শনিবার জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের বৈঠকে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের প্রস্তাব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এর আগে বিলের ওপর আনিত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অধ্যাদেশ ১৯৮৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বহাল রাখার বিধান করা হয়। সরকার প্রয়োজনে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করতে পারবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। বিলে কেন্দ্র পরিচালনায় একজনকে চেয়ারম্যান করে ১৮ সদস্যের বোর্ড গঠনের বিধান করা হয়েছে। বিলে কেন্দ্র পরিচালনার সাধারণ নির্দেশনা, কেন্দ্রের কার্যাবলী, বোর্ডের সভা, রেক্টর নিয়োগ, পরিচালক ও মেম্বার ডাইরেক্টিং নিয়োগ, কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, কেন্দ্রের তহবিল, বাজেট, হিসাবরক্ষণ-নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। জাতীয় পার্টির ফখরুল ইমাম, বেগম রওশন আরা মান্নান, বেগম নূর-ই-হাসানা লিলি চৌধুরী, নূরুল ইসলাম ওমর, ডা. আককাছ আলী সরকার ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৮/আসাদ/সাইফ