জাতীয়

ধর্মঘটে লাঞ্ছনা: মুখে কালি মেখে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ৪৮ ঘণ্টার ধর্মঘটে সাধারণ মানুষ এবং নারী শিক্ষার্থীদের হয়রানি, লাঞ্ছনা ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াতে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে মুখে কালি মেখে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে গতকাল রোববার থেকে এ ধর্মঘট শুরু হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুল করিম বলেন, ‘শ্রমিক আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। আমাদের সংবিধানে আমাদের আন্দোলনের অধিকার দিয়েছে কিন্তু নৈরাজ্য সৃষ্টির অধিকার দেয়নি। আমরা শ্রমিকদের বিরুদ্ধে নই, নিরীহ শ্রমিকদের লেলিয়ে দিয়ে ধর্মঘটের নামে এই অরাজকতা সৃষ্টি করেছে। এই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের জোরালো ভূমিকা চাই।’ তিনি বলেন, ধর্মঘটের কারণে মৌলভীবাজারে শিশুর মৃত্যু হয়েছে। আমরা বলতে চাই, এটি মৃত্যু নয়, হত্যা। আমরা এই অরাজকতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি৷। রাইজিংবিডি/ঢাকা/২৯ অক্টোবর ২০১৮/ইয়ামিন/সাইফ