জাতীয়

‘সংলাপের ফল না জেনে তফসিল না দিতে বলেছি’

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী ও ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা যেন না করা হয়-এ দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘সংলাপ হচ্ছে। সংলাপের ফল না জেনে আমরা তফসিল না দিতে বলেছি কমিশনকে।’ সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আ স ম রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় তারা। বৈঠকে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। এছাড় গয়েশ্বর চন্দ্র রায়, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরকতউল্লাহ বুলুসহ ১০ সদস্য উপস্থিত ছিলেন। সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের আ স ম রব বলেন, ‘কমিশনের সঙ্গে সুন্দর পরিবেশে কথা হয়েছে। তারা কিছু বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে, দুই-একটা বিষয়ে দিতে পারেনি।’ তিনি বলেন, ‘সংলাপ হচ্ছে। সংলাপের ফল না জেনে আমরা তফসিল না দিতে বলেছি কমিশনকে। বলেছি, ২৮ জানুযারি পর্যন্ত নির্বাচন করার সময় আছে। অতীতে অনেকবার এভাবে তফসিল পেছানোও হয়েছে। জাতির স্বার্থে তফসিল পেছানো কোনও ব্যাপার নয়।’ রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ