জাতীয়

সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক  : প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় সংগঠনটির সহ-সভাপতি ড. গোলাম রহমান ভূইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল। প্রধান নির্বাচন কমিশনার বরাবর তারা একটি চিঠি দেয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন। দেশ একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা লক্ষ করছি, প্রধানমন্ত্রী বিভিন্ন দল ও জোটের সঙ্গে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ও একাদশ সংসদ নির্বাচনের বিষয়ে সংলাপ করছেন। আমরা আশা করছি, জাতীয় সংলাপের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের একটি স্থায়ী সমাধান আসতে পারে। এ অবস্থায় জাতীয় সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল স্থগিত রাখা ও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি।’ এর আগে ৩ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার আহ্বান জানান। এর একদিন পর (৪ নভেম্বর) ইসি জানায়, ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইসির এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টা বৈঠকের পর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আ স ম আব্দুর রব সাংবাদিকদের জানান, সংলাপ শেষ না হওয়া ও এর ফলাফল না জানা পর্যন্ত তফসিল ঘোষণা না করত ইসিকে বলা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের কথা বলার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তফসিল পেছানোর সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ৮ নভেম্বর সকাল ১০টার দিকে কমিশন সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৮/হাসিবুল/রফিক