জাতীয়

৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নিয়োগ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকারের জেলা কালেক্টরেট অফিসের উপ-পরিচালক, অরিতিক্ত জেলা প্রশাসক (এলএ), থানা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ),  অতিরিক্ত জেলা প্রশাসকসহ (রাজস্ব) অন্যান্য সরকারি কর্মকর্তারা। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার  কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ