জাতীয়

গ্যাস লিকেজ, একজন নিহত, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া এ ঘটনায় পরিবারের চারজনসহ ছয়জন দগ্ধ হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সকাল সাড়ে ৮টার দিকে ধলপুর সিটি করপোরেশনের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। দগ্ধরা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানান, দগ্ধরা হলেন- নিহত শিশু তাহসিন (৭), একই পরিবারের চারজনের মধ্যে মো. সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)।  এ ছাড়া, দগ্ধ আরো দুইজন হলেন- মো. আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজলী বেগম (২৫)। তারা একই ভবনের ভাড়াটিয়া। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট যায়। তবে তারা যাওয়ার আগে আগুন নিভে যায়।

   

রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৮/মাকসুদ/সাইফুল