জাতীয়

মাউশির নতুন মহাপরিচালক গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। গত ২০শে ফেব্রুয়ারি সৈয়দ মো. গোলাম ফারুককে নায়েমের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। নায়েমের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ছিলেন। সৈয়দ মো. গোলাম ফারুক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ইংরেজির অধ্যাপক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন গোলাম ফারুক।  মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান গত ৩ নভেম্বর মারা যান। শিক্ষা মন্ত্রণালয়ের অপর এক আদেশে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদকে নায়েমের মহাপরিচালক ও ঢাকা কলেজের ইংরেজির অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনকে ডিআইএর পরিচালক করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৮/ইয়ামিন/রফিক