জাতীয়

‘সংসদকে সাম্প্রদায়িকতামুক্ত রাখার সংগ্রামে প্রতিজ্ঞাবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, জাতীয় সংসদকে রাজাকার ও সাম্প্রদায়িকতা মুক্ত রাখার সংগ্রামে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা আপামর দেশবাসীর সামনে দৃঢ়ভাবে উল্লেখ করতে চাই, এবারের সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সরকার ও পার্লামেন্ট গঠনের দাবিতে আমরা যেমনভাবে সোচ্চার; ঠিক একইভাবে রাজাকার ও সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতাবিরোধী, সংখ্যালঘু নির্যাতনকারী ও ভূমিদস্যুদের কবল থেকে পার্লামেন্টকে মুক্ত রাখার সংগ্রামে আমরা আপামর গণতন্ত্রকামী, মুক্তিকামী জনগণের মতোই অবিচল ও প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি আরো বলেন, ‘১৯৯১ সালের পর থেকে এ পর্যন্ত জনপ্রতিনিধি হয়ে যারা সংখ্যালঘু স্বার্থবিরোধী সাম্প্রদায়িক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আমরা আশা করছিলাম দল নির্বিশেষে সব বিতর্কিত ব্যক্তিরা দল ও জোটের মনোনয়ন থেকে বাদ পড়বে। কেউ কেউ বাদ পড়লেও বিতর্কিত ব্যক্তিদের বেশির ভাগই আবার প্রার্থী হিসেবে নানা দল ও জোট থেকে অবতীর্ণ হয়েছে।’ বিভিন্ন দল ও জোট ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছেন। তাদের সবার কাছে আমাদের দাবি যে সংখ্যালঘুদের জন্য নিদিষ্ট মন্ত্রণালয় করা এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি আইন দ্রুত বাস্তবায়ন ও পার্বত্য চুক্তি শিগগিরই বাস্তবায়ন করার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হোক।’ নির্বাচনকালীন সরকারের কাছে কেমন দাবি রয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রানা দাসগুপ্ত বলেন, ‘নির্বাচনের পূর্বে সরকারের কাছে আমাদের তিনটা দাবি রয়েছে। নাগরিক হিসেবে সকলকে সমান সুযোগ দান; যারা সংখ্যালঘুদের নির্যাতন ও দেশ ত্যাগে বাধ্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও অংশীদারিত্ব বাস্তবায়ন করা।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিম চন্দ্র ভৌ‌মিক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য সদস্য। রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৮/নাসির/শাহনেওয়াজ