জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে ভিকারুননিসার শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসেছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। এর আগে প্রতিষ্ঠানটির সকল শাখার শিক্ষক ভিকারুননিসার মূল ক্যাম্পাসে জরুরি বৈঠকে বসলেও ওই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানা যায়নি। এরই মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বলেছেন, প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। সোমবার দুপুরে অরিত্রীর আত্মহত্যার পর মঙ্গলবার থেকে আন্দোলন চালিয়ে আসছিল তার সহপাঠীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করলেও তা আগের দিনের তুলনায় দুর্বল। এরই মধ্যে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি লিখিত আকারে শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রী। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/ইয়ামিন/সাইফ