জাতীয়

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের নভেম্বর মাসের বেতন ছাড়

সচিবালয় প্রতিবেদক : ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বকেয়াসহ এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০১৮ সালের নভেম্বর মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় হয়েছে। রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা ১৭ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। এর আগে এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের প্রস্তাবটি অনুমোদন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার অর্থ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়ে জানায় শিক্ষা মন্ত্রণালয়। রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/হাসান/রফিক