জাতীয়

জাতীয় জাদুঘরে শান্তির বাণী নিয়ে পোস্টার প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে মহাত্মা গান্ধীর শান্তির বাণী সম্বলিত পোস্টার প্রদর্শনী চলছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)এ পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছে। সোমবার জাতীয় জাদুঘরের নলিনী ভট্রশালী মিলনায়তনে পোস্টার প্রদর্শনীর উদ্ধোধন করেন সাউথ এশিয়ান পিস অ্যালায়েন্স(সাপা) এর কো-অর্ডিনেটর বিজয় বিশ্বসরীয়া ভারতীয়। এ সময়  জাতীয় জাদুঘরের কর্মকর্তা ড. শাহরিয়ার, বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, মহাত্মা গান্ধীর অহিংস শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী ১১ ডিসেম্বর সন্ধা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, সম্প্রীতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) কাজ করছে। রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/মেহেদী/ইভা