জাতীয়

‘যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ভোটকেন্দ্রে হামলা ও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে ব্যবসায়ী-পেশাজীবীদের সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রস্তুত রয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে গোয়েন্দারাও তৎপর। অতীতেও তারা জঙ্গি-সন্ত্রাস খুব দক্ষতার সঙ্গে নির্মূল করেছে। তাছাড়া, জনগণ আমাদের সঙ্গে আছে। হামলার ঘটনায় যারাই দায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ। জনগণই সন্ত্রাসীদের রুখে দেবে। দেশ কী ছিল, আর এখন কী আছে, সেটিই বড় কথা।’ এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না। যারা হত্যার রাজনীতি করে তারা অতীতে জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষকে হত্যা করেছে। যা জনগণ ইতোমধ্যেই অবহিত হয়েছে।’ উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কারওয়ানবাজারের ব্যবসায়ী-পেশাজীবী-জনতা এ সমাবেশের আয়োজন করে। রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক