জাতীয়

নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন বিজিবির

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর সব রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটগুলোতেও বিজয় দিবস উদযাপন করা হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার সকাল সাড়ে ৭টায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, পিলখানার ‘সীমান্ত গৌরব’ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তব্ক অর্পণ করেন। শহীদদের দেওয়া হয় গার্ড অব অনার। দুপুর ১২টায় বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবির খেতাবপ্রাপ্ত দুজন বীরশ্রেষ্ঠ, আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীক ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক