জাতীয়

নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

রাইজিংবিডি ডেস্ক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেছে জাতিসংঘ। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক এই প্রশংসা করে সোমবার এক বিবৃতি দিয়েছেন। ডুজারিক বিবৃতিতে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা সকল পক্ষকে সংযত থাকতে এবং নির্বাচন পরবর্তি সময়ে শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানাই, যেখানে জনগন সমাবেশ ও মত প্রকাশের অধিকার ভোগ করতে পারে।’ জাতিসংঘ সব দলকে নির্বাচন সংক্রান্ত অভিযোগসমূহের প্রতিকার শান্তিপূর্নভাবে এবং আইনগত প্রক্রিয়ায় করার জন্য অনুপ্রাণিত করে বলে উল্লেখ করেন তিনি। বিবৃতিতে ‘নির্বাচনী প্রচারকালে ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়।’ ডুজারিক বলেন, সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়। রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৯/এনএ