জাতীয়

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িককতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অঙ্গীকার করেছিল। সাম্প্রদায়িককতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যাতে আক্ষরিকভাবে কার্যকর সেজন্য দলটির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, নির্বাচনের ৬ মাস আগে থেকে রাষ্ট্র, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা শঙ্কা ও উদ্বেগ  প্রকাশ করেছি। নির্ভয়ে-নির্বিঘ্নে সংখ্যালঘুরা যাতে এবারের নির্বাচনে ভোট দিতে পারে, সেজন্য তারা এগিয়ে এসেছেন। এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেন, তফসিলের পর নির্বাচনী প্রচারে ধর্মীয় উপাসনালয়ে হামলা না করা, সাম্প্রদায়িক বক্তব্য না দেওয়া, সর্বোপরি নির্বাচনে সাম্প্রদায়িকতার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। এবারই প্রথম সব রাজনৈতিক দল তা মেনেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছে বলে জানিয়েছে সংগঠনটি। নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৯/মামুন খান/রফিক