জাতীয়

‘অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তিকে রুখে দিয়েছে বাংলাদেশ। এবারের নির্বাচনে নৌকার পক্ষে ১৯৭০ সালের মতো জাগরণ তৈরি হয়েছিল। আমাদের অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।’ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সম্প্রীতির নির্বাচন, নতুন সরকার ও আগামী দিনের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনরা এসব কথা বলেন। সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেন- প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন ভিপি অধ্যাপক মাহফুজা খানম, নারীনেত্রী রোকেয়া কবির, উন্নয়ন ও মানবাধিকার সংগঠক অ্যারোমা দত্ত প্রমুখ। সূচনা বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে আমরা ঘুরেছি। আমরা চেয়েছিলাম, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মানবিক দর্শনের মানুষ এবারের নির্বাচনে জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিক। আমরা এবারের নির্বাচনে তা পেয়েছি।’ আওয়ামী লীগ ঘোষিত ইশতেহার সঠিকভাবে বাস্তবায়ন করতে নতুন সরকারকে আহ্বান জানিয়ে অধ্যাপক মাহফুজা খানম বলেন, ‘আমি প্রথম কথায় বলব, ইশতেহারের প্রতিটি অঙ্গীকার পূরণে মনিটরিং টিম, চেকআউট লিস্ট থাকতে হবে। ৫০ দিনের কাজ, ১০০ দিনের কাজ, সব ঠিক করে নিতে হবে।’ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগকে নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের নাম ধরেই বলব, এদের ছেড়ে দিলে চলবে না। এদের কন্ট্রোল করা প্রয়োজন। আমি চাই, তারা মানুষ হোক। তারা অন্তত বিবেকবান মানুষ হোক।’ একমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ণের পাশাপাশি নারী, শিশু ও যুবনীতি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান অধ্যাপক মাহফুজা খানম। রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৯/সাওন/রফিক