জাতীয়

৪৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর পিএস নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিন উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার ৪৬ সদস্যের পিএস নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা। মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যতদিন এই পদে থাকবেন (তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন) ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও আদেশে বলা হয়েছে।  

নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার ১৫  পিএস  এবারও  নিয়োগ পেয়েছেন। বাকীরা নতুন নিয়োগ প্রাপ্ত। দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়। মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মোট সদস্য ৪৭ জন।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/ইভা