জাতীয়

‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত হবে’

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত হবে। রোববার লালমনিরহাট জেলা সার্কিট হাউজে, জেলা সংবাদকর্মী ও সুশীল সমাজের সাথে নির্বাচন পরবর্তী উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের সকল ক্ষেত্রেই এখন সফলতা দৃশ্যমান। এই উন্নয়নের জোয়ারে দেশের এক শ্রেণির মানুষ অবহেলিত থাকবে, পিছনে পড়ে থাকবে তা হতে পারে না। দেশের প্রতিটি জেলার প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের তালিকা করার কাজ শেষের পথে। আগামী পাচ বছরেই দেশের সকল পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে পিছিয়ে থাকা এই মানুষদের সমাজের মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত করা হবে। প্রতিবন্ধী, বিধবা বলে সমাজে কেউ নিজেকে আর অসহায় ভাবতে পারবে না। একজন অটিজম আক্রান্ত শিশুর মা-বাবা তার সন্তানের জন্য মুখ লুকাবে না। প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির নিজ নিজ কর্মসংস্থান ঘটবে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আরিফের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল আশরাফসহ স্থানীয় সংবাদকর্মীরা। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দেশ থেকে ক্ষুধামুক্ত করে উত্তরাঞ্চল থেকে মঙ্গা শব্দটি উঠিয়ে দিয়েছে। এবার গোটা উত্তরাঞ্চলের দরিদ্রতা কমিয়ে আনতে এখানে পাঁচ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী দিয়েছেন। এই পাচ বছরে গোটা উত্তরাঞ্চলে নতুন নতুন কল কারখানা করা হবে, লালমনিরহাটের পুরাতন বিমানবন্দরটি সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে। আর উন্নয়নের পাশাপাশি দেশ থেকে দুর্নীতি ও মাদককে চিরতরে বিদায় করে দেওয়া হবে। এর আগে সমাজকল্যাণমন্ত্রী সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে লালমনিরহাট গমন করেন। লালমনিরহাটের পথে পথে সমাজকল্যাণমন্ত্রীকে স্থানীয়রা সংবর্ধনা দেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/আসাদ/সাইফ