জাতীয়

আমার জন্য মন্ত্রিত্ব চ্যালেঞ্জিং: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রংপুর: সাংবাদিকরা চেতনা ও আদর্শের বহিঃপ্রকাশ ঘটায়। সত্য প্রকাশে কাজ করে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ব্যক্তি জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। রংপুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন। টিপু মুনশি বলেন, ‘আমার জন্য মন্ত্রিত্ব চ্যালেঞ্জিং। শপথ নেওয়ার ১ ঘন্টার মধ্যে আমি গার্মেন্টস  শ্রমিকদের কাছে যাই। সেখানে একটা ইতিবাচক সমাধান আসে।’ তিনি বলেন, ‘ক্ষমতা গ্রহণের পরপরই পত্রিকায় চালের বাজার নিয়ে সংবাদ প্রকাশ হতে থাকে। আমি সাথে সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সকলের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।’ তিনি বলেন, ‘রংপুরের সাংবাদিকরা লিখেছেন, রংপুরে একজন মন্ত্রী চাই। সাংবাদিকদের লেখনির কারণে রংপুর মন্ত্রী পেয়েছে।’ তিনি বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করো। আমি প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে কাজ করতে চাই। এ জন্য সবার সহয়োগিতা প্রয়োজন। বাংলাদেশ ২০২১ ও ২০৩০ সালকে সামনে রেখে কাজ করছে। ওই সময়ের মধ্যে দেশকে বিশ্বের দরবারে সম্মানিত পর্যায়ে নিয়ে যেতে হবে। এ লক্ষে সবাইকে কাজ করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘প্রথম সংসদ সদস্য হিসেবে বেতন তোলার পর আমি সেই টাকা শহীদ শংকু সমাজদারের মায়ের হাতে তুলে দেই। এছাড়াও আমার বেতনের সকল টাকা দান করে থাকি। তিনি বলেন, ‘মন্ত্রী হওয়ার পর আমার দৃষ্টি হল রংপুর জেলা ও বিভাগের দিকে। অবহেলিত এই জেলা ও বিভাগকে ঢেলে সাজানো হবে। রংপুরে গ্যাস সংযোগ সাপেক্ষে কি ধরনের শিল্প কলকারখানা গড়ে তোলা যায়  তা নিয়ে ভাবা হচ্ছে।’ পীরগাছা- কাউনিয়া আসনের সংসদ সদস্য রংপুরের এই কৃতিসন্তান বলেন, ‘৫২ বছর আওয়ামী লীগের রাজনীতি করার পর মন্ত্রিত্ব পেয়েছি। ১৯৬৬ সালে রংপুর কলেজের মোসলেম উদ্দিন ছাত্রাবাস থেকে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দিয়েছি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি।  আমি আগে যে রকম ছিলাম মন্ত্রী হওয়ার পরও সে রকম রয়েছি।  আমার কোন পরিবর্তন হয়নি। আমি অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই।’ প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলুর সভাপতিত্বে বুধবার রাতের এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রিকে ফুলেল শুভেচ্ছা জানায়- রংপুর প্রেসক্লাব, দৈনিক যুগের আলো পরিবার, রংপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, রেস্তোরা মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন। রাইজিংবিডি/রংপুর/১৭ জানুয়ারি ২০১৯/নজরুল মৃধা/টিপু