জাতীয়

পর্যটন শিল্পের বিকাশে ১৩০০ কোটি টাকার প্রকল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক : অমিত সম্ভাবনার অফুরন্ত উৎস বাংলাদেশের পর্যটন শিল্পকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উৎসে পরিণত করতে ১৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই টাকা পর্যটন শিল্পের অবকাঠামোগত সুবিধা ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সদর দপ্তরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। মাহবুব আলী বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। ১৩০০ কোটি টাকার প্রকল্প তারই অংশ। বাংলাদেশকে বিভিন্ন দেশে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অপার সৌন্দর্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের পর্যটকরা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গর্জন শোনেনি, বাঘ দেখেছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার দেখেনি, লেক দেখেছে কিন্তু রাঙ্গামাটির নয়নাভিরাম সৌন্দর্য দেখেনি। এসব দেখতে পর্যটকদের বাংলাদেশে আনার জন্য সম্ভব সবকিছুই করা হবে। তিনি লক্ষ্য অর্জনে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। বিপিসি চেয়ারম্যান আখতার উজ্জামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক। রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/সাইফ