জাতীয়

রাস্তায় বেফাঁস আচরণ করবেন না: আছাদুজ্জামান মিয়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, যানজট নিয়ন্ত্রণ করা অনেক কষ্টসাধ্য। দায়িত্ব সর্বোচ্চ ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে  ত্রৈমাসিক ট্রাফিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘রাস্তায় আইন অমান্যকারীকে আইন অনুযায়ী মামলা করতে হবে। কোনো বেফাঁস মন্তব্য ও কাজের জন্য নিজেই অপরাধী হওয়া চলবে না। সার্জেন্টের জন্য বডি ওয়ার্ন ক্যামেরা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পেশাদারিত্বের প্রতি আস্থা ও শ্রদ্ধা রাখতে হবে।’ ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আপনারা রোদ, বৃষ্টি ও ঝড়, ঠান্ডা উপেক্ষা করে দায়িত্ব পালন করছেন। যা প্রসংশার দাবি রাখে। তবে কোনো অবস্থায় পেশাদারিত্ব থেকে বের হয়ে এমন কোনো আচারণ করা যাবে না, যাতে পুলিশ বাহিনীর সম্মানহানি হয়। সেবার মান, পেশাদারিত্বপূর্ণ মনোভাবের আমূল পরিবর্তন হয়েছে। যা অত্যন্ত ভালো দিক। এখন রাস্তায় ট্রাফিকের সিনিয়র অফিসার দায়িত্ব পালন করছেন। পাশপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড, চলমান ট্রাফিক শৃংখলার পক্ষে কাজ করতে হবে।’

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ