জাতীয়

তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর বাস্তবায়ন ওরিয়েন্টেশন সভা

নিজস্ব প্রতিবেদক : তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর বাস্তবায়ন কৌশলপত্র বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এর সহযোগিতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন সভা হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো. ইমরান। ওরিয়েন্টেশন সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকতা, মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় তামাকমুক্ত হসপিটালিটি সেক্টর বাস্তবায়ন কৌশলপত্র উপস্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সভার শুরুতে তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. মোখলেছুর রহমান। রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/সাইফ