জাতীয়

পরিকল্পনা মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করবে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে দেব না। আমি দুর্নীতি করবো না, যারা আমার সঙ্গে কাজ করছেন তারাও করবে না। শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরে এক জনসভায় তিনি এ কথা বলেন। এম এ মান্নান বলেন, ‘দুর্নীতি দমন কমিশন অনেক শক্তিশালী। সরকারের ভেতরে যারা দুর্নীতি করবে আমাদের নজরে এলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’ পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন আমরা সবাই জনগণের নজরদারিতে আছি। এছাড়া প্রধানমন্ত্রীর নজরদারিতেও আমরা মন্ত্রীরা রয়েছি। আমি মনে করি প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক ব্যক্তি নিজে যদি দুর্নীতিমুক্ত থাকেন তাহলে একটি দুর্নীতিমুক্ত জাতি গড়ে তোলা যাবে।’ তিনি বলেন, ‘হাওরের মানুষের চলাচলের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এ কাজটি ৭০ ভাগ বাস্তবায়ন হয়েছে। হাওরে সাবমার্জিবল সড়কের কাজ শুরু হয়ে গেছে। আগামীতে এ কাজ আরও সম্প্রসারণ করা হবে। জনসভায় সুনামগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৯/হাসিবুল/সাইফ/শাহনেওয়াজ