জাতীয়

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

সংসদ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ পরিচালনায় সরকারদলীয় চিফ হুইপ নিযু্ক্ত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী লিটন (২১৮ মাদারীপুর-১)। এছাড়া হুইপ নিযু্ক্ত হয়েছেন মো. আতিউর রহমান আতিক (১৪৩ শেরপুর-১), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), ইকবালুর রহিম (৮ দিনাজপুর-৩), মাহবুব আরা বেগম গিনি (৩০ গাইবান্ধা-২), সামশুল হক চৌধুরী (২৮৯ চট্টগ্রাম-১২) ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৩৫ জয়পুরহাট-২)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার প্রধান হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। পরে সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রধান হুইপ একজন মন্ত্রীর এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। বুধবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট  ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই ডেপুটি স্পিকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর স্পিকার নির্বাচন করা হয়। রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/আসাদ/সাইফ