জাতীয়

বইমেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, আশাবাদী বাংলা একাডেমি

আবু বকর ইয়ামিন : বছর ঘুরে আবার এলো অমর একুশে গ্রন্থমেলা। ভাষার মাস ফেব্রুয়ারির ১ তারিখ থেকে প্রতি বছরের মতো এবারো বাংলা একাডেমির প্রাঙ্গণ মুখরিত হবে বইপ্রেমীদের পদচারণায়। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘বিজয়’: ১৯৫২ থেকে ১৯৭১, নবপর্যায়। বৃহস্পতিবার বাংলা একাডেমি ও সোহরাওয়র্দী উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, চলছে গ্রন্থমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা একাডেমি অংশে কাজ শেষ হয়ে গেলেও সোহরাওয়ার্দী উদ্যান অংশে এখনো চলছে ঠুক ঠুক শব্দ। শতভাগ কাজ শেষ করতে পারেননি অনেক স্টল মালিক। ডিজাইনার ও শ্রমিকদের তুমুল ব্যস্ততা দেখা গেছে। বাংলা একাডেমি থেকে বরাদ্দকৃত স্টলগুলোর নির্মাণকাজ শেষ করতে ৩০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি অনেক প্রকাশক ও স্টল মালিক। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সিঁড়ি, নন্দিতা, মাওলা ব্রাদার্স, সুবর্ণ, সাহিত্য বিলাস, মদীনা প্রকাশনী, প্রথমা, তাম্রলিপি, অন্তরীপ, সাহিত্য কথাসহ বহু প্রকাশনা প্রতিষ্ঠানের ইউনিটে কাজ চলছে। দোকানের কাজ শেষ করতে কত দিন লাগবে? জিজ্ঞেস করলে কাঠমিস্ত্রি মোমেন মিয়া বলেন, এই প্রকাশনীর কাজ হয়তো আগামীকালের (উদ্বোধনের) আগে শেষ করতে পারব। তবে অন্যান্য কাজ শেষ করতে আরো এক দিন লাগবে। আরেক মিস্ত্রি শাহজালাল বলেন, স্টল নির্মাণের জন্য অন্তত ১৫ দিন সময় দেওয়া প্রয়োজন। মাত্র এক সপ্তাহ সময় পেয়েছি আমরা। এত অল্প সময়ে নান্দনিকভাবে স্টল নির্মাণ করা দুঃসাধ্য। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি সব কাজ শেষ করতে। দেরিতে স্টল বরাদ্দ দেওয়ায় শেষ মুহূর্তে কাজের চাপে বিলম্ব হচ্ছে বলে দাবি করেন প্রকাশক ও মালিকরা। তবে আজ-কালের মধ্যে কাজ শেষ করতে পারবেন বলে মনে করেন তারা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, সঠিক সময়েই মেলার কার্যক্রম শুরু হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। এজন্য আগে থেকেই তাগাদা দেওয়া হয়েছে। আশা করছি, এর ব্যত্যয় ঘটবে না। মেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, একটা স্টল চাইলে এক দিনের মধ্যেও শেষ করতে পারে। কিন্তু অনেকে সেটিকে নানা কারুকর্য করতে গিয়ে ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃতভাবে বিলম্ব করে ফেলে। এটি হওয়া উচিত নয়। তবে আমরা আশাবাদী, আজকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদি শেষ না করে, সে হিসেবে কাজের অগ্রগতির মাত্রা দেখে ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৯/ইয়ামিন/রফিক