জাতীয়

সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা

সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা।  মঙ্গলবার সচিবালয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা আসেনি। আমি বলিনি আমি সফল। আমি মন্ত্রী হওয়ার পর নিজেই বলেছি, যানজট-সড়ক দুর্ঘটনা রয়েছে। সেতুমন্ত্রী বলেন, শিগগিরই সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকে কিছু পদক্ষেপের বিষয়ে আলোচনা করব। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য যারা বিশেষজ্ঞ আছেন, তাদের নিয়ে কমিটি করে দেব। এর লাগাম টেনে ধরতে হবে। কারণ সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা। যেটা সম্ভব সেটা কেন করা যাবে না, করতে হবে। সড়কে বিশৃঙ্খলার জন্য শক্তিশালী কোনো মহল দায়ী কি না এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি নিজে মন্ত্রী হয়ে এর দায় এড়াতে পারি না। মেট্রোরেল, পাতাল রেলসহ যেসব কাজ হচ্ছে তাতে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বিভিন্ন সড়কে কাজ চলছে, সেগুলো হলে অনেক সমস্যাই কমে যাবে। এখন দুর্ঘটনার সংখ্যা কম, কিন্তু নিহতের সংখ্যা বেশি। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/ইভা