জাতীয়

ইফাদের অধিবেশনে যোগ দিতে অর্থমন্ত্রী ইতালি গেছেন

বিশেষ প্রতিবেদক : আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর গভর্ণিং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগ দিতে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল মঙ্গলবার সকালে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধিবেশন শেষে অর্থমন্ত্রী আগামী ১৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কৃষি খাতের উন্নয়নে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪-১৫ ফেব্রুয়ারি ইতালির রোমে ইফাদের দুই দিনব্যাপী  বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে গ্রামীণ উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টির ওপর জোর দেওয়া হবে। এবারের অধিবেশনে সংস্থাটির ১৭৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস বক্তব্য রাখবেন। এছাড়া ইউনিসেফের শান্তিদূত এবং বিশিষ্ট বেহালাবাদক মিডোরি অনুষ্ঠানে পারফর্ম করবেন। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন রোম ভিত্তিক ইউএন এজেন্সির নেদারল্যান্ডসের স্থায়ী প্রতিনিধি হ্যান্স হোগিভিন। ফাও-এর মহাসচিব জোসে গ্রাজিয়ানো ডি সিলভা, রুয়ান্ডার কৃষি ও প্রানিসম্পদ মন্ত্রী গেরারভিন মুকেশিমানা, ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ড এফ. হুংবো এবং ইতালির প্রেসিডেন্ট গুসেপি কন্টেসহ আন্তর্জাতিক নেতা, অর্থনীতিবিদ ও কৃষিবিদরা উপস্থিত থাকবেন। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/হাসনাত/সাইফ