জাতীয়

স্কুলে ভর্তি হতে না পেরে শিশুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : স্কুলে ভর্তি হতে না পেরে রিমা আক্তার (১১) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাজধানীর সবুজবাগ থানা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসে পুলিশ। সবুজবাগ থানার অফিসার ইনচাজ্ (ওসি) দাদন ফকির রাইজিংবিডিকে বলেন, ‘মাদারটেক সরকারপাড়া এলাকায় টিনসেড বাড়িতে বোনদের সঙ্গে থাকত শিশুটি। মঙ্গলবার দুপুরের দিকে সে গলায় ফাঁস দেয়। পরে প্রতিবেশীরা রিমাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ নিহতের বড় বোন সোমা বলেন, ‘আমরা দুই বোন মালিবাগে একটি গার্মেন্টসে চাকরি করি। ছোট বোন রিমা আমাদের কাছেই থাকত। কয়েক মাস আগে তাকে গ্রাম থেকে ঢাকায় আনা হয়। তখন সে গ্রামের একটা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। ঢাকায় তাকে স্কুলে ভর্তি করে দেওয়ার কথা ছিল। জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, তাকে স্কুলে ভর্তি করে না দেওয়ায় এ নিয়ে গতকাল রাতে রিমার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সে আত্মহত্যা করে। রিমা ফরিদপুরের সালতা উপজেলার শিহিপুর গ্রামের আওলাদ হোসেনের মেয়ে। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/রফিক