জাতীয়

গুজবে কান দিলে পরিণতি ভয়াবহ: র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তা যাচাই করুন। নিশ্চিত হয়েই শেয়ার দেবেন। যাচাই না করে গুজবে শেয়ার দিলে পরিণতি হবে ভয়াবহ। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা প্রাঙ্গণ। হেলিকপ্টার, বোট, রাস্তায় জিপ এবং মোটরসাইকেলে টহল চলবে। বিভিন্ন কারণে এবারের বিশ্ব ইজতেমায় চ্যালেঞ্জ একটু বেশি। এ কারণে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি সতর্কাবস্থায় রয়েছে। ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইউনিফর্ম পরিহিত র‌্যাবের চেয়ে দিগুণ পরিমাণে থাকবে সাদা পোশাকে।’ ‘বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘তাবলিগের মুরব্বি ও মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এখানে আসেন। অশান্তি ও বিশৃঙ্খলা না হয় তা আপনারা নিশ্চিত করবেন। কোনো ধরনের সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা সব ধরনের ব্যবস্থা নেব। দেশি লোকের পাশাপাশি বিদেশি অতিথিরাও যেন ভালোভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। আমরা আপনাদের পাশে আছি।’ রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ