জাতীয়

ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধিদল

কূটনৈতিক প্রতিবেদক : চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধিদল। দেশটির দুইটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ঢাকা সফর করবেন। সোমবার ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে জার্মান বুন্ডেস্টাগের ভাইস প্রেসিডেন্ট ক্লাউদিয়া রথের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ঢাকা আসবে। এই প্রতিনিধি দলের সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে জার্মান সংসদীয় দক্ষিণ এশীয় সম্পর্ক বিভাগের চেয়ারম্যান তোবায়েস পাফগারের নেতৃত্বে আরও একটি প্রতিনিধিদল একই সময়ে ঢাকায় আসবে। এই প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। জার্মান সংসদীয় প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/সাইফ