জাতীয়

‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে’

সংসদ প্রতিবেদক : আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের ভোটে এক নাগাড়ে তৃতীয় বারের মতো ক্ষমতায় আসার ফলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে। সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য মো. জোয়াহেরুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, সরকারের ১০ বছরে বিভিন্ন খাতে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে জনগণ একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। এসময় তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তারেক রহমানের ফাঁসির দাবি করেন। সরকারি দলের সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির চিত্র তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের ফলে দেশ এখন বিশ্বে রোল মডেল। বিগত ১০ বছরে ৩ হাজার ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার ৪শ’ মেগাওয়াটে উন্নীত হয়। এখন দেশের অধিকাংশ এলাকা শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। তিনি বিগত ১০ বছরে আবাসন খাতে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক কার্যক্রম এবং এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তুলে ধরেন। রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/এনএ