জাতীয়

বাস-প্রাইভেটকারে আগুন

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডিতে বাস ও প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।  বুধবার বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার পর ধানমন্ডি ২৭ এবং আসাদগেটের সানরাইজ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘সড়কের একটি ম্যানহোলে কাজ করছিলেন শ্রমিকরা। আর গাড়ি চলাচলের কারণে প্রচণ্ড গরম ছিল। ম্যানহোলে গ্যাসও সৃষ্টি হতে পারে। যানবাহনের গরম ইঞ্জিন-গ্যাস আগুনের সূত্রপাত হতে পারে।’ এদিকে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ