জাতীয়

চকবাজারে আগুন : রোগী ভর্তি নিতে সব হাসপাতালকে নির্দেশ

সচিবালয় প্রতিবেদক : রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ কিংবা আহতদের ভর্তি নিতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সব সরকারি-বেসরকারি হাসপাতালকে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কিংবা দগ্ধদের ভর্তি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। চার তলার ওই ভবনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানায়, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাঁটানো বোর্ডে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭০ মরদেহ উদ্ধারের তথ্য দেওয়া হয়। তারা বলছেন, এখন পর্যন্ত এ ঘটনায় ৪১ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/ইভা