জাতীয়

নিহত শ্রমিকদের ১ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। দুর্ঘটনায় যে সকল শ্রমিক নিহত হয়েছেন তাদের জন্য ১ লাখ টাকা এবং যে সকল শ্রমিক আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি এই ঘটনায় আহতদের যথযথ চিকিৎসা দেওয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অফিসার আকতারুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানান। বুধবার রাত ১০টা ১০ মিনিটে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। চার তলার ওই ভবনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/ইভা/শাহনেওয়াজ