জাতীয়

‘ব্যাগে একাধিক লাশ থাকতে পারে’

নিজস্ব প্রতিবেদক : চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের দেহসমেত যে ব্যাগ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে সেগুলোর কোন কোন ব্যাগে একাধিক মরদেহ থাকতে পারে। একথা জানিয়েছেন ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। তিনি বলেছেন, ফায়ার সার্ভিস ও সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের মাধ্যমে তিনি ৬৭টি ব্যাগ পেয়েছেন। কোন কোন ব্যাগে একাধিক লাশ থাকতে পারে। বৃহস্পতিবার দুপুরে ঢামেক মর্গের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। সোহেল মাহমুদ বলেন, ‘আমরা মাত্রই কাজ শুরু করেছি। মৃতদেহগুলোর ময়নাতদন্ত হবে। ময়না তদন্তের সময় বোঝা যাবে কতটি লাশ আছে এবং ময়নাতদন্ত শেষে বলা যাবে লাশের সঠিক সংখ্যা কত।’ বুধবার রাত ১০টা ১০ মিনিটে চকবাজারে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। চার তলার ওই ভবনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/নূর/ইভা/শাহনেওয়াজ