জাতীয়

চকবাজারে আগুন : অভিযান সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনি সাংবাদিকদের বলেন, ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৩২ জন ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি নয়জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছেন। অভিযান শেষ হলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সার্বক্ষণিক থাকবে।   এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। বুধবার রাত ১০টা ১০ মিনিটে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। চার তলার ওই ভবনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

       

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা/শাহনেওয়াজ