জাতীয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হটলাইন ৯৫৫৬০১৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। হটলাইন নম্বর ৯৫৫৬০১৪। বৃহস্পতিবার চকবাজারের দুর্ঘটনাস্থলে এ তথ্য জানান ঢাকা সিটি মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা সহযোগিতার জন্য হটলাইন নম্বরে  যোগাযোগ করতে পারবেন। এ হটলাইনের মাধ্যমে চকবাজার থানা ও স্থানীয় কাউন্সিলর অফিসে যোগাযোগ করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। মেয়র বলেন, পুরান ঢাকায় কোনো রাসায়নিক কারখানা কিংবা গুদাম থাকতে পারবে না। গত ১৮ ফেব্রুয়ারি থেকে রাসায়নিক কারখানার বিরুদ্ধে তিনি অভিযান শুরু করেছিলেন। কিন্তু তার দুদিনের মাথায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/সাইফ