জাতীয়

অগ্নিদগ্ধদের রক্ত দেবে কোয়ান্টাম

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টায় আগুনে পোড়া দগ্ধ রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ করবে কোয়ান্টাম ফাউন্ডেশন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,  আগুনে পোড়া রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের পাশাপাশি রক্তের উপাদান ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি এ সময় খুবই প্রয়োজন। চিকিৎসারত দগ্ধ রোগীদের রক্ত সরবরাহের জন্যে কোয়ান্টাম ল্যাব এবং কর্মীরা রক্তের চাহিদা মেটাতে ২৪ ঘণ্টার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে আহতদের সেবায় সুস্থ সামর্থ্যবান মানুষদেরকে শান্তিনগরে কোয়ান্টাম ল্যাবে এসে রক্তদানের মাধ্যমে মানবতার কল্যাণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ছে কোয়ান্টাম। রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/ইভা