জাতীয়

দগ্ধ ৫ জন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে যাওয়া ৯ জনই ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন বলেন, ‘দগ্ধরা ঝুঁকিতে ছিল, এখনও আছে। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।’ উল্লেখ্য, বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। এ সময় অর্ধশতাধিক আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে এই ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ