জাতীয়

ওয়াহেদ ম্যানশন থেকে সরছে রাসায়নিক দ্রব্যাদি

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে থাকা রাসায়নিক দ্রব্যাদি সরানোর কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার দুপুরে একজন প্রকৌশলীর নেতৃত্বে রাসায়নিক দ্রব্যাদি সরানোর কাজ শুরু হয়। ডিএসসিসির পাশাপাশি অন্য সংস্থার লোকজনও সেখানে সতর্কতার সঙ্গে কাজ করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি পিকআপ ভ্যানে তুলে নেওয়া হচ্ছে রাসায়নিক দ্রব্যাদির ড্রাম ও বস্তা। তবে এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানাননি সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এই ভবন থেকে আগুনের সূত্রপাত। এখানেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। উল্লেখ্য, বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হন। আহত ও দগ্ধ ৪১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

       

রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/রফিক