জাতীয়

চকবাজার ট্র্যাজেডি : আরো ২ জনের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পোড়া ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হওয়া আরো দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। আজ মো. ইব্রাহিম (৩০) ও নুরুল হকের লাশ হস্তান্তর করা হয়। ইব্রাহিমের লাশ বুঝে নেন তার স্ত্রী রোখসানা। ইব্রাহিম রিকশা চালাতেন। তিনি কামরাঙ্গীর চরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর গোসাইঘাটে। নুরুল হকের লাশ হস্তান্তর করা হয় তার ভাই আইনুল হকের কাছে। নুরুল হক কাঁচামলা ব্যবসায়ী ছিলেন। কিশোরগঞ্জের অস্ট্রোগ্রামে তার বাড়ি। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম উপস্থিত থেকে এই দুজনের লাশ হস্তান্তর করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়। প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ আগুনে ৬৭ জন মারা যায়। পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৭১ জনে। রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৯/মাকসুদ/ইভা