জাতীয়

জামালপুরে হবে শেখ হাসিনা নকশীপল্লী

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে শেখ হাসিনা নকশীপল্লী প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী জানান, 'দেশের নকশী শিল্পী ও শিল্পকে পুনর্বাসনে জামালপুরে ৩০০ একর জমিতে নির্মাণ করা হবে শেখ হাসিনা নকশীপল্লী। তিনি বলেন, `এই প্রকল্পে ব্যয় করা হবে ৭২২ কোটি টাকা। এই পুরো টাকাই সরকারি অর্থায়নে ব্যয় করা হবে।' তিনি আরো বলেন, ‘নানা প্রতিকূলতা ও পুনর্বাসনের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্পী ও শিল্প। তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিল্পীদের একই ছাদের নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ