জাতীয়

শনাক্ত হওয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক : ডিএনএ নমুনায় শনাক্ত হওয়া চকবাজারের চুরিহাট্টায় আগুনে পোড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা  হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। আমাদের ঢামেক প্রতিনিধি জানান, মো. মোস্তফার (৩৯) লাশ শনাক্ত করে সিআইডি। তিনি একজন রিকশাচালক ছিলেন। ঘটনার সময় তিনি চুরিহাট্টা দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। তার লাশ স্ত্রী জেসমিন আক্তারকে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া হাজী ইসমাইল (৫৫) একজন প্লাস্টিক ব্যবসায়ী ছিলেন। তার লাশ ছেলে সোহরাব হোসেন নেবেন। অপর ব্যবসায়ী ফয়সাল সাগর (৫৩)। তার লাশ চাচাতো ভাই আব্দুস সামাদ এবং রেনুমা তাবাসসুম দোলা (২২) ক্যান্টনমেন্ট কলেজের ল’র ছাত্রী ছিলেন। বাবা দলিলুর রহমান জানান, ‘ঘটনার সময় দোলা লালবাগের বাসায় যাচ্ছিল। তার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’ এর আগে এই ৪ জনসহ মোট ৫ জনের লাশ শনাক্ত করে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/বুলবুল/মাকসুদ/সাইফ